হোম > সারা দেশ > দিনাজপুর

ভরা বর্ষাতেও বৃষ্টি নেই, বিরামপুর আমন রোপণ ব্যাহত 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

চলছে শ্রাবণ মাস, ভরা বর্ষা মৌসুম। তবুও বৃষ্টির দেখা নেই। ফলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষকেরা আমন ধান রোপণ করতে পারছেন না। জমিতে সেচ দেওয়ার জন্য উপজেলা কৃষি বিভাগ আজ রোববার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও ব্যক্তি মালিকানার সেচ পাম্প মালিকদের তাগাদা দিয়ে চিঠি দিয়েছে। 

উপজেলা কৃষি বিভাগ এবার বিরামপুর উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে মোতাবেক কৃষকেরা চাহিদা মাফিক বীজতলা তৈরি করে চারা বড় করেছেন। 

অন্যান্য বছর এই এলাকার কৃষকেরা শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে পুরোদমে আমন রোপণ করে থাকেন। কিন্তু এবার শ্রাবণ মাসে বৃষ্টি না হওয়ায় পানির অভাবে আমন রোপণ করতে পারছেন না। ইতিপূর্বের বৃষ্টিতে নিচু শ্রেণির জমিতে জমে থাকা পানিতে অল্প পরিসরে কিছু চারা রোপণ করেছেন। তবে উঁচু ও মধ্যম শ্রেণির জমি শুকিয়ে যাওয়ায় থমকে গেছে আমন রোপণের কাজ। 

নয়াপাড়ার এলাকার কৃষক আল-আমিন বলেন, ‘ওই এলাকার নিচু জমিতে কৃষকেরা আমন রোপণ করতে পারলেও এখন পানির অভাবে উঁচু ও মধ্যম শ্রেণির জমিতে চারা রোপণ করতে পারছেন না। আবার অনেক কৃষক সেচ পাম্প দিয়ে পানি তুলে জমিতে দিচ্ছেন।’ 

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ কৃষ্ণ কমল রায় আজকের পত্রিকাকে বলেন, এ পর্যন্ত প্রায় ২৫ ভাগ জমিতে আমন চারা রোপণের পর পানির অভাবে রোপণ কাজ ব্যাহত হচ্ছে। সেচ যন্ত্র চালু করে জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও সেচ পাম্প মালিকদের তাগাদা দেওয়া হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ