হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার কাটামোড় এলাকায় আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়।

ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু অনিবার্য কারণবশত ইসি ২৭ জুলাইয়ের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। পরে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর আবু তালেব মেম্বারকে ২য় প্যানেল চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। আবু তালেব ৫ আগস্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারও শূন্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে ওই ইউনিয়নের সব উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে সাপমারা ইউনিয়নবাসী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, সরকারের প্রস্তাবিত ইপিজেড এই ইউনিয়নের মধ্যে অবস্থিত। ইপিজেড নির্মাণে সব পদক্ষেপ সম্পন্ন হলেও স্থানীয় সমস্যার কারণে সরকার ইপিজেডের স্থাপনা নির্মাণের কাজ শুরু করতে পারছে না। নির্বাচিত চেয়ারম্যান হলে এ সমস্যা সহজেই সমাধান হবে। এ জন্য নির্বাচিত চেয়ারম্যান জরুরি হয়ে পড়েছে। যেহেতু চেয়ারম্যান পদটি দীর্ঘদিন শূন্য থাকার পরও তফসিল ঘোষণা দিয়েও নির্বাচিত চেয়ারম্যান আনা সম্ভব হয়নি। তাই অনতিবিলম্বে চেয়ারম্যান পদে উপনির্বাচন করে এলাকার উন্নয়ন গতিশীল করাসহ উন্নয়নের দুয়ার উন্মুক্ত করার দাবি জানানো হয়।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড