হোম > সারা দেশ > রংপুর

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত পেল বিজিবি

কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি

বিজিবির কাছে হস্তান্তর করা ২৪ বাংলাদেশি নাগরিক। ছবি : আজকের পত্রিকা

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৩ মে) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে ৯৩২ নম্বর পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিজিবি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বৈঠকে উপস্থিত ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান হাছেন আলী জানান, আটক ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতের দিল্লিতে ছিল। দেশে ফেরার সময় তারা স্বেচ্ছায় বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করে। পরে বিএসএফ তাদের আটক করে ফেরত পাঠানোর প্রস্তুতি নেয়। বিজিবি খবর পেয়ে তাদের পরিচয় যাচাইয়ের জন্য বার্তা পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং তাদের দেশে ফেরত আনা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় বিএসএফের ৩ নম্বর ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে অবস্থানরত কিছু অভিবাসী বাংলাদেশিকে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনার খবর পায় বিজিবি। তারা বিএসএফকে বার্তা দিয়ে জানায়, প্রকৃত বাংলাদেশি হলে নিয়ম মেনে পরিচয় নিশ্চিত করে ফিরিয়ে নেওয়া হবে, তবে অন্য দেশের নাগরিকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না।

পরে বিএসএফ ২৪ জনের একটি তালিকা বিজিবিকে দেয়। তন্মধ্যে ১২ জন নারী (যার মধ্যে ৪ শিশু), ১২ জন পুরুষ (যার মধ্যে ৪ শিশু)। যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদের গ্রহণ করে।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান বলেন, ‘ফেরত আনা ২৪ জনই বাংলাদেশের নাগরিক। তারা কাজের জন্য ভারতে গিয়েছিলেন এবং সেখানে অনেকেই দীর্ঘদিন অবস্থান করছিল। দেশে ফেরার সময় আত্মসমর্পণ করলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।’

বিজিবি-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, ‘নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড