হোম > সারা দেশ > রংপুর

রংপুর জেলা স্কুলের পরিবর্তে মাহীগঞ্জ কলেজ মাঠে সনাতনী মহাসমাবেশ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

সনাতনী-সমাবেশে-যোগ-দিতে-যাচ্ছেন-হিন্দু-ধর্মাবলম্বীরা। ছবি: সংগৃহীত

রংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে।

হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে আজ শুক্রবার বেলা ২টায় মাহীগঞ্জ কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি মিলেছিল। তবে গতকাল বৃহস্পতিবার রাতে সমাবেশের ভেন্যু পরিবর্তন করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিঠাপুকুর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সরকার। তিনি বলেন, আজকের সনাতনী সমাবেশ পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বানে হচ্ছে না। হিন্দু জাগরণ মঞ্চের আয়োজনে মাহীগঞ্জ কলেজ মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের লোকজন সমাবেশে অংশ নেবেন।

সনাতনী-সমাবেশে-যোগ-দিতে-যাচ্ছেন-হিন্দু-ধর্মাবলম্বীরা। ছবি: সংগৃহীত

এ বিষয়ে আদি দেব মন্দির কমিটির সভাপতি দীপক মজুমদার বলেন, ‘বৈষম্যবিরোধী সরকার আমলে যদি আমরা বৈষম্যের শিকার হই, তাহলে সাঈদসহ হাজার ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু