হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিষপানের পর স্ত্রীকে ফোন, মৃত্যু থেকে বাঁচানোর আকুতি যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় মিজানুর রহমান (২৬) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে অজ্ঞাত কারণে বিষপান করলে ওই যুবককে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। মিজান সদর উপজেলার মিলনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রউফ বলেন, মিজান ঠাকুরগাঁও শহরের একটি বাড়িতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় ছিলেন অটোরিকশাচালক। গতকাল রোববার একাই গ্রামের বাড়ি আসেন। আজ ভোরে বাড়ির অদূরে রাস্তার পাশে কীটনাশক পান করেন। বিষক্রিয়া শুরু হলে তিনি স্ত্রী স্মৃতি আক্তারকে ফোন করে বাঁচানোর আকুতি জানান। বিষপানের বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাঁকে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মৃত্যু হয়।

মিজানের বড় ভাই রহমান মিয়া বলেন, ‘মিজান পরিবার নিয়ে শহরে থাকত। কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা আমরা জানি না।’

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, মিজানুর রহমান নামের এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার