হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে রেললাইনে আগুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুরে রেলস্টেশনের উত্তর আউটার সিগন্যালের কাছে রাতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় পার্বতীপুর জিআরপি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নাশকতার মামলা হয়েছে। 

পার্বতীপুর জিআরপি থানায় গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা হয়। 

বিরামপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনিক দেব বলেন, গতকাল দিবাগত রাত পৌনে ৯টার দিকে উত্তর আউটার সিগন্যালের কাছে রেলপথের আগুন জ্বলে ওঠে। তাৎক্ষণিক খবর পেয়ে রেলস্টেশনে অবস্থানরত আনসার ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, রেলপথের ওপর মোটরগাড়ির দুটি টায়ার দিয়ে আগুন লাগানো হয়েছে। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এবং পার্বতীপুর জিআরপি ও হিলি জিআরপি কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পার্বতীপুর জিআরপি থানার ওসি এ কে এম নুরুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, রেলপথে আগুন দিয়ে নাশতকা সৃষ্টি ও বড় দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টার অভিযোগে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের নামে পার্বতীপুর জিআরপি থানায় মামলা হয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত