হোম > সারা দেশ > দিনাজপুর

পার্বতীপুরে রেলের সিগন্যাল পিলারের ধাক্কায় কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের সিগন্যাল পিলারের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মন্মথপুর রেল স্টেশনের দুই শ গজ পশ্চিমে ৩৮৬ / ৬ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা সিগন্যাল পিলার অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে। 

প্রত্যক্ষদর্শী মনমথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের অনুপম বিশ্বাস ও পল্লি চিকিৎসক গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ওই যুবক দরজা দিয়ে মাথা বের করে। এ সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তারা জানান, রেল লাইনটি ডাবল লাইনে বর্ধিত করা হলেও ওই পিলারটি সরানো হয়নি। দীর্ঘদিন যাবৎ ওই স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের পাশের একই পিলারের ধাক্কায় গত ৬ / ৭ মাস আগে একজনের মৃত্যু হয়। আজকের ঘটনার পর সকাল ১১টা থেকে সিগন্যাল পিলার অপসারণ, স্টেশনের কার্যক্রম চালু ও রেলের গেটম্যানের নিয়োগের তিন দফা দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস অবরোধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। পরে ওই ট্রেনের পরিচালক চালক মাহমুদুল হাসান ও চালক নাজমুল হক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের মোবাইলে কথা বলে দাবি আদায়ের আশ্বাস দেন। এরপর ৪০ মিনিট পর বেলা ১২টা ১০ মিনিটে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় দিনাজপুর রেল থানার উপপরিদর্শক জাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। 

এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম এরশাদুল হক ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময়ে অন্য কোনো ট্রেন না থাকায় শুধুমাত্র বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিট আটকে থাকে। ওই পিলারে ধাক্কা লেগে আগেও দুর্ঘটনা ঘটেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার