হোম > সারা দেশ > কুড়িগ্রাম

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া সড়কের মোবারকপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী পাটোয়ারীপাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪২)। হামিদুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ শাখার ব্র্যাকের ক্রেডিট অফিসার এবং সুশান্ত রায় পেশায় একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রেলগেটের পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেলে দুজন আরোহী রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় খুলনাগামী রকেট মেইল নামের একটি ট্রেন রেলগেট অতিক্রম করলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে আরোহীরা প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টায় পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী রেলওয়ের কিম্যান মো. বিপ্লব ইসলাম বলেন, ‘আমি ওই সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলাম। উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর দিকে আসছিল। আচমকা পাশের রাস্তার পূর্বদিক থেকে ওই মোটরসাইকেলটি দ্রুতগতিতে রেললাইন ক্রস করলে ট্রেনের সামনে পড়ে যায়। এ সময় ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রচণ্ড শব্দে রেলওয়ের ৩৬৪ নম্বর খুঁটির কাছে ছিটকে পড়ে।’

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামিদুল ইসলাম দুই দিন অফিস ছুটির কারণে মোটরসাইকেলযোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।’

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমিসহ আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ