হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বাসের ধাক্কায় ভ্যান আরোহী শিশুর মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে সাজ্জাদ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। আজ বৃহস্পতিবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু জেলার সাদুল্যাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রামের সুজন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, শিশু সাজ্জাদ তার দাদির সঙ্গে একটি ভাড়ায় চালিত ভ্যানে করে পলাশবাড়ী যাচ্ছিল। বেলা দেড়টার দিকে ঠুটিয়াপাকুর বাজার এলাকায় গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশু সাজ্জাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও চারজন যাত্রী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ