হোম > সারা দেশ > গাইবান্ধা

আদালতে বিচারককে ‘ভারসাম্যহীন যুবকের’ পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবু বাছেদ মো. বুলু মিয়াকে আদালত চলাকালীন পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারিক কক্ষে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ আব্দুল হালিম (২৬) নামের এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক আব্দুল হালিম সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গাইবান্ধা সদর ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে বেলা ৩টার দিকে বিচারিক কার্যক্রম চলাকালীন হঠাৎ এক যুবক বিচারকের দিকে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয় এবং বঙ্গবন্ধুর ছবি ওপরে কেন জানতে চায়। তাৎক্ষণিক আদালতে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে আটক করে। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

তোফাজ্জল হোসেন আরও বলেন, যুবকটিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তাঁকে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, বিচারককে খেলনা পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার ঘটনায় আদালতের পুলিশ এক যুবককে আটক করে সদর থানায় খবর দেয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। প্রাথমিকভাবে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার