হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে জামায়াতের ঝটিকা মিছিলের পর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিক্ষোভ মিছিলের পর নাশকতার আশঙ্কায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে বিক্ষোভ মিছিলের পর সোয়া ১০টা পর্যন্ত কুড়িগ্রাম সদর থেকে দলটির চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জামায়াতের কর্মীরা হলেন শামসুল হক, জাবিউর রহমান এনছানুর, নুরুল ইসলাম ও শহিদুল ইসলাম।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও সদর থানার ওসি ফরিদ হোসেন জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমিরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরের দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি। মিছিলে কয়েক শ নেত-কর্মী অংশ নেন। 

জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে শহরের দাদামোড় থেকে মিছিল শুরু হয়। এরপর তা জিয়াবাজার ও মজিদা কলেজ সড়ক হয়ে ডায়াবেটিক হাসপাতাল মোড় ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে শেষ হয়। মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের আরেক কর্মী বলেন, ‘গত ২৬ জুলাই পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে বিক্ষোভ মিছিলের বিষয়টি অবগত করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’ 

ওসি ফরিদ হোসেন বলেন, ‘জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের পূর্বের নাশকতা সৃষ্টি চেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই জামায়াত ঝটিকা মিছিল করেছে। ইতিমধ্যে তাদের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের আশঙ্কা থেকে গ্রেপ্তার অভিযান চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ