হোম > সারা দেশ > দিনাজপুর

কেজিতে নতুন আলুর দাম কমেছে ৬০ টাকা 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। দুই দিন আগেও প্রতি কেজি আলু ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারে আলুর সরবরাহ বাড়ায় এক দিনের ব্যবধানে প্রতি কেজি আলুতে ৫০ থেকে ৬০ টাকা কমেছে। এদিকে দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

হিলি বাজারে প্রতিটি সবজির দোকানে অন্যান্য সবজির সঙ্গে দেখা মিলছে নতুন আলু। আলুর দাম বেশি হলেও ক্রেতারা নতুন আলুর স্বাদ নিতে কমবেশি কিনছেন।

এই বিক্রেতা বলেন, ‘দুই দিন আগেও প্রতি কেজি নতুন আলু বিক্রি করেছি ১৪০ থেকে ১৫০ টাকায়। এখন সেই আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। আলুর দাম দিনে দিনে কমছে।’ দাম কমার কারণ হিসেবে তিনি জানান, বাজারে সরবরাহ বাড়ার কারণেই মূলত দাম কমতির দিকে।

সবজি বিক্রেতা আরিফুল ইসলাম জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণে শীতকালীন সবজি সরবরাহ রয়েছ। দাম রয়েছে নাগালের মধ্যে। তবে অন্যান্য সবজির চেয়ে নতুন আলুর দাম কিছুটা বেশি।

বাজার করতে আসা রফিকুল ইসলাম জানান, বাজারে কাঁচা সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাবু ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। এ সময় বাজারে পর্যাপ্ত পরিমাণে টমেটোর সরবরাহ থাকে। দামও থাকে নাগালে। কিন্তু টমেটো এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে বাজার করতে এসে নতুন আলু দেখে কিনতে চাই, কিন্তু দামের কারণে কিনতে পারিনি। আজ নতুন আলুর দাম কমেছে অর্ধেক। হাফ কেজি নিয়েছি।’ ব্যবসায়ীরা সিন্ডিকেট না করলে সব ধরনের সবজি ৩০ টাকার নিচে পাওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।

বাজার করতে আসা জুলেখা বিবি জানান, দুই দিন আগেও তিনি বাজারে এসে নতুন আলু ১৪০ টাকা কেজি দরে কিনেছিলেন। এখন সেই আলু নিলেন ৮০ টাকা কেজিতে। দুই দিনের ব্যবধানে দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৬০ টাকা। তিনি আশা করছেন, বাজার সুষ্ঠুভাবে তদারক করলে প্রতিটি পণ্যই কম দামে কিনতে পারবেন। এর জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ