হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিখোঁজের দুই দিন পর গমখেতে মিলল তরুণীর মরদেহ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের দুই দিন পর রেখা খাতুনের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। পুলিশের দাবি, ওই তরুণীকে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রৌমারী থানায় অজ্ঞাতনামা আসামি করে এজাহার দায়ের করেছেন। নিহতের পরিবারের দাবি, রেখা খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর নামক এলাকার ব্রহ্মপুত্র চরের গমখেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

রেখা খাতুন উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত শনিবার রাত ১২টার দিকে মা হাফিজার ব্যবহৃত মোবাইল ফোন চেয়ে নেন রেখা খাতুন। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বেলা ১১টার দিকে জানতে পান ব্রহ্মপুত্রের চরে গমখেতে গলায় ওড়না প্যাঁচানো এক তরুণীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে নিহতের ছোট ভাই উমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তাঁর বোন বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। 

নিহত তরুণীর বাবা আবুল হাশেম বলেন, ‘যারা আমার মেয়েকে হত্যা করেছে, দ্রুত তাদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনা হোক।’ 
 
এ বিষয়ে বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘লোক মারফত খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’ 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এজাহার দায়ের করেছেন।’ 

ওসি আরও বলেন, ‘ওই তরুণীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত করলে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ