হোম > সারা দেশ > গাইবান্ধা

ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ৩ জনের

গাইবান্ধা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন পশ্চিম কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে মিলন মিয়া তাঁর বসতবাড়ির ঘরের টিনের চাল পরিষ্কার করতে ওপরে ওঠেন। ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের সংযোগ লাইনে লিকেজ থাকায় টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে মিলন চালের সঙ্গে আটকা পড়েন।

পরে তাঁর চাচা ইয়াকুব আলী তাঁকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। এরপর প্রতিবেশী মোশারফ হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। মিলনের পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বিদ্যুতের মূল সুইচ বন্ধ করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথে তাঁদের মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড