হোম > সারা দেশ > রংপুর

বন্ধক রাখা মোবাইল ফোন থেকে ফেসবুকে পোস্ট করে যুবক গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় অন্যের বন্ধক রাখা মোবাইল ফোন থেকে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. এমিল উদ্দিন (২৭) রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের তাজহাট থানার আশরতপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পীরগাছা উপজেলার দেউতি এলাকার আনারুল ইসলাম রাব্বি নামের এক যুবক গত ১৯ জুলাই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি তিন দিনের জন্য বন্ধক রেখে এমিল উদ্দিনের কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে ঢাকায় যান। তিন দিন পেরিয়ে গেলেও টাকা জোগাড় করতে না পারায় রাব্বি তাঁর মোবাইল ফোনটি ফেরত নিতে পারেননি। ফলে মোবাইল ফোনটি এমিল উদ্দিন ব্যবহার করতে থাকেন। একপর্যায়ে রাব্বি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমিল উদ্দিন একে একে ৩টি ধর্ম অবমানকর পোস্ট দেন। সেই পোষ্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি থানা-পুলিশের নজরে আসে। তারা বিষয়টি খতিয়ে দেখে এবং রাব্বির সঙ্গে মোবাইলে কথা বলে থানা-পুলিশ জানতে পারে, মোবাইলটি তাঁর কাছে নেই। তিনি এমিল উদ্দিনের কাছে মোবাইল ফোন বন্ধক রেখেছেন। আর ফেসবুকে করা পোস্টগুলো তিনি দেননি। পরে তাঁর দেওয়া তথ্য যাচাই করে পুলিশ এমিল উদ্দিনকে রংপুর শহরের সমবায় মার্কেটের একটি পুরোনো মোবাইল বেচা-বিক্রির দোকান থেকে গ্রেপ্তার করে।

পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ফেসবুক ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক ফেসবুকে করা পোস্টগুলো তিনি নিজে দিয়েছেন বলে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে শুক্রবার (১ আগস্ট) মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ