হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঘুম থেকে না ওঠায় স্ত্রীকে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন স্বামী। আজ বুধবার উপজেলার হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। 

হোসেনগাঁও গ্রামের হবিবুর রহমান (৬০) তাঁর স্ত্রী রুখসানা বেগমকে (৫৫) নিজ শয়ন করে রডের শাবলের আঘাতে হত্যা করে। নিজেই ভোর সাড়ে ৪টায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, আজ বুধবার ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানাকে ঘুম থেকে জাগালে, স্বামী-স্ত্রীর মাঝে কথা-কাটাকাটির এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রুখসানার মৃত্যু হয়। তাঁদের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে। ২ মেয়ের বিয়ে হয়। এক মেয়ে দিনাজপুর হাজী দানেশ কলেজে অধ্যায়রত। ২ ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা থানায় দায়ের করেছে নিহতের বড় ভাই নুরুল হক। তিনি আরও বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। তবে ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন নামাজ পড়ার কথা বলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতেই গৃহবধূ রুখসানা মারা যায়। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ উন্মোচন হবে। 

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস