হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঘুম থেকে না ওঠায় স্ত্রীকে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন স্বামী। আজ বুধবার উপজেলার হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। 

হোসেনগাঁও গ্রামের হবিবুর রহমান (৬০) তাঁর স্ত্রী রুখসানা বেগমকে (৫৫) নিজ শয়ন করে রডের শাবলের আঘাতে হত্যা করে। নিজেই ভোর সাড়ে ৪টায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, আজ বুধবার ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানাকে ঘুম থেকে জাগালে, স্বামী-স্ত্রীর মাঝে কথা-কাটাকাটির এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রুখসানার মৃত্যু হয়। তাঁদের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে। ২ মেয়ের বিয়ে হয়। এক মেয়ে দিনাজপুর হাজী দানেশ কলেজে অধ্যায়রত। ২ ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা থানায় দায়ের করেছে নিহতের বড় ভাই নুরুল হক। তিনি আরও বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। তবে ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন নামাজ পড়ার কথা বলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতেই গৃহবধূ রুখসানা মারা যায়। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ উন্মোচন হবে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ