হোম > সারা দেশ > রংপুর

মধ্যরাতে রংপুরে ছাত্রলীগের ১৪ নেতা বহিষ্কার 

রংপুর প্রতিনিধি

মধ্যরাতে রংপুরে ছাত্রলীগের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়। 

জেলা ছাত্রলীগের দুজন, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুজন, পীরগাছার চারজন, কাউনিয়ার একজন, গঙ্গাচড়ার পাঁচজনসহ ১৪ জন নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

বহিষ্কৃত ওই ১৪ নেতা হলেন রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেন আপেল, ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, ময়নুল ইসলাম শাকিল, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান সরকার, ওই উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহান মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান মানিক, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আল মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান ও গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম। 

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ১৪ নেতাকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ