হোম > সারা দেশ > নীলফামারী

রোগীর ছদ্মবেশে ২৩ মামলার আসামিকে ধরল পুলিশ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

রোগীর ছদ্মবেশে আন্তজেলা ডাকাত দলের সদস্য ও ২৩ মামলার আসামি মন্তাজ আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রংপুর মহানগরীর মেডিকেল কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মন্তাজ আলী জেলার সৈয়দপুরের বোতলাগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেলে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রোগীর ছদ্মবেশ ধারণ করে রংপুর মহানগরী মেডিকেল কলেজ এলাকা থেকে মন্তাজ আলীকে গ্রেপ্তার করে। এ সময় এএসআই মো. পলাশ আসামিকে দেখে জাপটে ধরেন। মন্তাজ কোনো কিছু বুঝে ওঠার আগে বাকি সদস্যরা ঘিরে ধরে তাঁকে গ্রেপ্তার করেন। 

জানা যায়, গত ১৭ জানুয়ারি রাতে ডোমারের সোনারায় এলাকার আহসান হাবীব লাব্বুর একটি বিদেশি গরুসহ চারটি গরু চুরি হয়। ওই মামলার সূত্র ধরে মন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়। 

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবু বক্কর (২৮) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের হারাগাছ উপজেলার চরচাতুরা গ্রামের আব্দুল বারীর ছেলে। এ সময় আবু বক্করের কাছ থেকে চোরাই গরু বিক্রয়ের ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী আজকের পত্রিকাকে বলেন, মন্তাজ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর নামে দেশের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ডোমার এলাকায় গরু চুরির ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। আজ শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড