হোম > সারা দেশ > দিনাজপুর

ফেনসিডিলসহ আটক হাবিপ্রবি কর্মচারী পরিষদের নেতা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি

ফেনসিডিলসহ আটক দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মচারী পরিষদের নেতা পারভেজ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাঁকে আটক করে। পরে রাতেই তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। 

পারভেজ হোসেন (৩৬) দিনাজপুর পৌরসভার পাটুয়াপাড়া এলাকার আজগর আলীর ছেলে। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা (নতুন মহিলা হল) হলের ডাটা এন্ট্রি অপারেটর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল কর্মচারী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক । 

পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকা থেকে চার বোতল ফেনসিডিল নিয়ে গাড়ি করে শহরে ঢুকছিলেন পারভেজ। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাঁর গাড়ি থামান। পরে কথাবার্তায় সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাতে বিজিবি বাদী হয়ে আটক পারভেজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ (সোমবার) সকালে তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে কথা বলতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. মামুনর রশীদকে মোবাইলে কল করা হলে তারা কেউ রিসিভ করেননি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ