কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে চামেলী রানী (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় ওই গৃহবধূ গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন। বজ্রপাতে গরুটিও মারা গেছে। আজ শুক্রবার (১৬ মে) উপজেলার মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূ উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকার মদন চন্দ্রের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে।
এলাকাবাসী জানান, চামেলী রানী বাড়ির পাশে গরু বেঁধে রেখেছিলেন। বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি গরুটি আনতে গেলে হঠাৎ বজ্রপাত হয়। এতে চামেলী রানী প্রাণ হারান। এ ছাড়া গরুটি বজ্রঘাতে মারা গেছে। চামেলী রানীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বজ্রঘাতে একজনের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।