হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় বিএনপির আরও ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায়  বিএনপির আরও ৭ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার বার) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ২০ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়। 

বিএনপির নেতারা জানান, শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি সৃষ্টি করতে ২০ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলছে, গ্রেপ্তার করা নেতা-কর্মীদের নামে আগে থেকেই মামলা ছিল।’ 

গ্রেপ্তাররা হলেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান, উদিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাহুল, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা মিঠু, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, 

সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদর উপজেলার বিএনপির নেতা শফিকুল, বিএনপির কর্মী আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন, নজরুল ইসলাম, জনি সরকার, ওয়াসিম শেখ, সুন্দরগঞ্জ উপজেলা যুবদল নেতা শামিউল সামু, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির ও যুবদল নেতা সালাউদ্দিন, বিএনপি নেতা গোলাম রব্বানী জুয়েল, রফিকুল ইসলাম ও আপেল। 

জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় মহাসমাবেশে বিএনপির নেতা-কর্মীরা যাতে না যেতে পারে, সে জন্য বিএনপির মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে এ গ্রেপ্তার চালানো হচ্ছে। এ ছাড়া দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ।’ 

তিনি আরও বলেন, ‘অন্তত ৩০০ নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কোনো ভয়ই বিএনপির নেতা কর্মীকে এবার আর দমাতে পারবে না। জনগণের ভোট এবং ভাতের লড়াইয়ে আমরা রাজপথে আছি। বিজয় ছিনিয়ে না নেওয়া পর্যন্ত এবার কোন নেতা কর্মীই ঘরে ফিরবে না। তাই গ্রেপ্তার আর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে এবার লাভ হবে না।’ 

গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে আগের মামলা ছিল। কাউকে হয়রানি করতে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ সতর্কভাবে কাজ করে যাচ্ছে।’

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন