হোম > সারা দেশ > রংপুর

রংপুরে মাসের পর মাস ধরনা দিয়েও মিলছে না বিদ্যুৎ-সংযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে মাসের পর মাস ধরনা দিয়েও বিদ্যুৎ-সংযোগ পাচ্ছেন না বাসাবাড়ির মালিকেরা। সরঞ্জামের সংকট এবং শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় নতুন খুঁটি বসিয়ে আগ্রহী গ্রাহকদের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ে আবেদন নিয়ে ঘোরা আশরাফুল ইসলাম জানান, তিনি মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে জমানো টাকায় নতুন বাড়ি নির্মাণ করেছেন। কিন্তু ওই বাড়িতে বাস করতে পারছেন না। কারণ, বিদ্যুৎ-সংযোগ নেই। দুই দফা আবেদন করে মাসের পর মাস ঘুরেও তাঁর কপালে জুটছে না বিদ্যুৎ।

ধাপেরহাট আলীনগর গ্রামের এই কৃষক বলেন, তিনি গত বছরের ২৯ মে আবেদন করেন। সাত মাস পর তিনি জানতে পারেন, তাঁর আবেদনপত্রটি হারিয়ে গেছে। বিদ্যুৎ কার্যালয় থেকে তাঁকে পুনরায় আবেদন করতে বলা হলে তিনি গত ২৮ জানুয়ারি আবেদন করেন। দুই দফা আবেদন করে কার্যালয়ে এসে নানা সময় ঘুরেও বাড়িতে বিদ্যুৎ-সংযোগ পাচ্ছেন না।

আশরাফুলের মতো অনেকেই খুঁটিসহ বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করেছেন কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাড়া মিলছে না।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আগে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় তিনটি খুঁটি বসিয়েও একটি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে একটি খুঁটি দেওয়াও সম্ভব হচ্ছে না।

এ নিয়ে কথা হলে সমিতির পরিচালক নুরুল ইসলাম লালন বলেন, মালামাল সংকট থাকায় নতুন খুঁটি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিল্প-সংযোগের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয়।

যোগাযোগ করা হলে সমিতির জেনারেল ম্যানেজার মুহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ‘শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পটির কার্যক্রম স্থগিত আছে। এ ছাড়া চাহিদা অনুযায়ী মালামাল সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণে আশরাফুল ইসলামের মতো শত শত গ্রাহকের আবেদন জমা হয়ে আছে। মালামাল বরাদ্দ পেলে এসব সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে।’

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ