হোম > সারা দেশ > দিনাজপুর

উত্তরের দুই বিভাগের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর আশ্বাস উপদেষ্টা আসিফের

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

উত্তরাঞ্চলের উন্নয়নে বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘ইতিপূর্বে উত্তরাঞ্চলের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। শুধু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে উন্নয়ন করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এলাকাভিত্তিক সব বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের দুই বিভাগের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা হবে।’

উপদেষ্টা আসিফ আরও বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ওপর যারা হামলা করেছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে, যেন পরবর্তী সময়ে কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি অতীতের মতো পরিণতি না চান তাহলে আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি, দখলদারি ও দুশাসন থেকে সরে আসেন। তাহলেই জনগণ আপনাদের স্বাগতম জানাবে।’

জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ এতে সভাপতিত্ব করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেন এতে সঞ্চালনা করেন।

আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ মুস্তাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্র ও বিভাগীয় প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজসহ জেলার ১৩টি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত ইউএনও আশিক আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

উল্লেখ্য, খানসামা উপজেলার উন্নয়ন কার্যক্রমে ১ কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেন আসিফ মাহমুদ। এর মধ্যে ৫০ লাখ টাকা লাইব্রেরি নির্মাণ এবং বাকি ৫০ লাখ টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। এছাড়া বন্ধ থাকা খানসামা ২০ শয্যা হাসপাতালের সেবা কার্যক্রম চালু ও কলকারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু