হোম > সারা দেশ > কুড়িগ্রাম

স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় কুড়িগ্রামে যুবকের কারাদণ্ড 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সড়কে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় কুড়িগ্রামের উলিপুরে এক বখাটে যুবককে (২৪) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত দুলাল মিয়া উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মনির মিয়ার ছেলে বলে জানা গেছে। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বখাটে যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার কদমতলা এলাকা থেকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় চৌমুহনী বাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুলাল ওই ছাত্রীকে প্রকাশ্যে জড়িয়ে ধরেন। 

এ ঘটনার ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে যুবককে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুলালকে হেফাজতে নেয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা পেয়ে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা