গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুর নাম মো. কাওছার আহমেদ। সে ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত বেলকা ইউনিয়নসহ উপজেলার ৯ ইউনিয়ন। মো. কাওছার আজ বিকেলে বাড়ির উঠানে খেলছিল। এর ঘণ্টাখানেক পরে তাকে আর খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির দক্ষিণে জমে থাকা বন্যার পানিতে লাশ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।