হোম > সারা দেশ > রংপুর

মেডিকেলে সুযোগ পেলেও মুখ মলিন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

সাবিকুন নাহার শিনু। ছবি: সংগৃহীত

দারিদ্র্যকে হার মানিয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় পাস করেছেন সাবিকুন নাহার শিনু; কিন্তু তাঁর মন খারাপ। কারণ তাঁর মায়ের পক্ষে পড়াশোনার খরচ জোগান দেওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

শিনু রংপুরের মিঠাপুকুর কলেজের প্রয়াত কর্মচারী শফিকুল ইসলামের মেয়ে। শফিকুল ধারদেনায় জর্জরিত হয়ে ২০১৯ সালে আত্মহত্যা করেন। তখন তাঁর স্ত্রী তাসলিমা খাতুন দুই মেয়ে নিয়ে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন। এরপর কলেজ কর্তৃপক্ষ তাঁকে স্থায়ী কর্মচারী হিসেবে কাজের সুযোগ দেয়।

তাসলিমা জানান, মেয়ের সাফল্যে তিনি খুশি হলেও খরচ নিয়ে শঙ্কিত। তিনি কলেজ থেকে মাসে সাড়ে ৪ হাজার টাকা বেতন পান। এই টাকায় সংসার চালানোই কঠিন।

এমন প্রতিকূল অবস্থা ডিঙিয়ে শিনু সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষের সেবা দেওয়ার স্বপ্নে আমি চিকিৎসক হতে চাই। কিন্তু মেডিকেল কলেজে পড়তে তো অনেক টাকার দরকার। মা খরচ বহন করতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা হয়।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু