হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে এক দিনের ব্যবধানে আরও দুই করোনা রোগী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করার পর বৃহস্পতিবার (২৬ জুন) আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন দিনাজপুর সদরের শশরা হুগলীপাড়া এলাকার তাসনীম আক্তার (২২) ও একই এলাকার আলিফ ইসলাম (১৫)। এর আগে গত মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মাহফুজুর রহমান জানান, দিনাজপুরে দুইজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। তাদের দুইজনকে নিজ আবাসস্থলে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরও জানান, গত মঙ্গলবারও দুইজনের শরীরে করোনা শনাক্ত করা হয়।

দিনাজপুরের সিভিল সার্জন মো. আসিফ ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার আরও দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়। এ বিষয়ে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা শনাক্তের কিট সরবরাহ করা হয়েছে। আমরা জনগণকে আগের মতো মাস্ক পরিধান, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব মানার জন্য বলছি।’

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর দিনাজপুরে মোট ১ লাখ ১ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ হাজার ৫৪ জনের করোনা শনাক্ত করা হয়। আর করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর জেলায় ৩০০ জন মারা যান।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ