হোম > সারা দেশ > পঞ্চগড়

দেবীগঞ্জ পৌর নির্বাচনে আ. লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রতিনিধি, পঞ্চগড়

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দেবীগঞ্জ পৌর নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত চার বিদ্রোহী প্রার্থী হলেন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন নিউটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত দলের চারজন ব্যক্তি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের চরম পরিপন্থী ও গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারার সম্পূর্ণ লঙ্ঘন। তাই কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গত রোববার (৫ সেপ্টেম্বর) লিখিত আকারে চারজন বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার ও গঠনতন্ত্রের ৪৭ এর (চ) এবং (ছ) ধারা মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট স্থায়ী বহিষ্কারের জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জানান, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের চরম পরিপন্থী হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁদের চারজনকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ১৩ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন। করোনা পরিস্থিতির কারণে দুইবার নির্বাচন স্থগিত হওয়ার পর ইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর দেবীগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ