হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় নির্বাচনী পথসভায় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে ২ জন আহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ষষ্ঠ ধাপে ২৯ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামায় জনসভায় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে চেয়ারম্যান পদপ্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডের হাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাঠে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সহিদুজ্জামান শাহর (আনারস প্রতীক) নির্বাচনী পথসভা হচ্ছিল। তিনি দুবারের উপজেলা চেয়ারম্যান। এ সময় অন্ধকার থেকে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। তাতে মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক কর্মীর মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আহত মনছুর আলী নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী সহিদুজ্জামান শাহ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মীদের ভয়ভীতি দেখাতে কাপুরুষের মতো রাতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রচার-প্রচারণাসহ নির্বাচনী সব কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।’

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত