হোম > সারা দেশ > রংপুর

রংপুরের পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, সব প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনার সব ধরনের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আগামী ১১ নভেম্বরের মধ্যে ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন, ময়নাতদন্ত, অপমৃত্যুর মামলার বিস্তারিত প্রতিবেদন আদালতকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। 

মঙ্গলবার রংপুরের ঘটনার বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে আদালত এ বিষয়ে বিস্তারিত জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন। বুধবার নির্দেশ অনুযায়ী আদালতে জানানো হয়, ওই ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে। 

সোমবার রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। তারা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। 

স্থানীয়রা জানান, সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবাজার বছিবানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তাজুল।

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি