হোম > সারা দেশ > রংপুর

ইরানি দম্পতির ওপর হামলা-ছিনতাইয়ের ঘটনায় মামলা, কারাগারে ৪

রংপুর প্রতিনিধি

ইরানি দম্পতির ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চারজন। ছবি: আজকের পত্রিকা

রংপুরে ভ্রমণে আসা এক ইরানি দম্পতির ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার (২ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জে উপজেলার ঘনিরামপুর রামপুরা জোতপাড়া এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসিনুর রহমান গতকাল দিবাগত রাত ১টা ৫০ মিনিটে বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘনিরামপুর রামপুরা জোতপাড়ার রশিদুল ইসলাম (৪২), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), মেরাজুল ইসলাম (৩৮) ও রাবেয়া বেগম (৪৫)। ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি টহল দল তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইরানি নাগরিক সেলিম রেজা হোসাইনি (৬১) ও তাঁর স্ত্রী ইয়াসিমিন ইয়াজডানজু (৫৬) গত ১৯ মে বাংলাদেশে ভ্রমণে আসেন। ১ জুন তাঁরা ঢাকায় প্রাইভেট কার ভাড়া করে নিজে চালিয়ে রংপুরে একটি হোটেল ওঠেন। ২ জুন সকালে গুগল ম্যাপ ব্যবহার করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুর শহর থেকে বেরিয়ে পড়েন।

পথ ভুল করে তাঁরা পৌঁছান তারাগঞ্জের ঘনিরামপুর এলাকায়। সেখানে রশিদুল ইসলামের বাড়ির সামনে গাড়ি থামিয়ে পানি চেয়ে সাহায্য চান। পানি পান করার পর ইংরেজি ও ইরানি ভাষায় কথা বললে রশিদুল, তাঁর স্ত্রী ও ভাই ইরানি নাগরিকদের প্রতারক সন্দেহে চিৎকার শুরু করেন এবং আশপাশের লোকজন ডেকে এনে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় ইরানি দম্পতির কাছ থেকে পাঁচটি ১০০ ডলারের নোট, একটি হাতঘড়ি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তাঁদের পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টহল দল, তারাগঞ্জ থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করেন। এরপর অভিযুক্ত চারজনকে আটক করে সেনাবাহিনী পুলিশের হাতে তুলে দেয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ইরানি নাগরিকদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত চারজনকে আদালতের মাধ্যমে বিকেল ৪টায় কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া মালপত্রের মধ্যে পাসপোর্ট, একটি ঘড়ি ও একটি ১০০ ডলারের নোট উদ্ধার করা হয়েছে। বাকি টাকাসহ মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা