হোম > সারা দেশ > রংপুর

চিলমারীতে ফের জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে নয় দিনের ব্যবধানে আবারও জেলের জালে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ সোমবার সকালে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকায় জেলে গুল মোহাম্মদের জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে। 

পরে দুপুরে স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া ১৫ কেজি ওজনের পাঙাশ মাছটি ১ হাজার টাকা কেজি দরে কিনে নেন। তিনি ১২শ টাকা কেজি দরে পাম্পের মোড় বাজারে মাছটি বিক্রি করবেন বলে জানান।  

মাছ ব্যবসায়ী সাজু মিয়া বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে প্রায়ই এমন বড় বড় পাঙাশ মাছ জেলের জালে ধরা পড়েছে। 

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খাঁন বলেন, বাণিজ্যিকভাবে পাঙাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে। তবে নদ নদীতে পাঙাশ মাছ ধরা পড়ছে এটা আশার খবর। 

এর আগে, গত ৪ নভেম্বর কুড়িগ্রামে চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্র (৪৪) নামের এক জেলের জালে দুটি ১০ ও ১৪ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি চিলমারী মাছ ব্যবসায়ী সাজুর কাছে প্রতি কেজি ৯০০ টাকা দরে বিক্রি করেন তিনি। বিপুল চন্দ্রের বাড়ি চিলমারী ইউনিয়নের শাখাতি গ্রামে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু