হোম > সারা দেশ > নীলফামারী

ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ

নীলফামারী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।’ 

ঘন কুয়াশার কারণে কোনো বিমানের ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন সুপ্লব কুমার ঘোষ। 

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর অঞ্চল। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। সকাল সাড়ে ১০টায় দৃষ্টিসীমা ৩০০ মিটার এবং ৩০ মিনিটের ব্যবধানে বেলা ১১টায় তা ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়।

বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে বলে জানান লোকমান হোসেন। তিনি বলেন, ‘ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’ 

এদিকে বিমানবন্দরে আজ বেলা ১১টায় কথা হয় ঢাকাগামী যাত্রী নীলফামারী শহরের আতাউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে বিমানবন্দরে অবস্থান করছি। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সময়মতো ঢাকায় যেতে পারছি না।’ 

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল