হোম > সারা দেশ > দিনাজপুর

রাস্তা সংস্কারের ৭ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ ঢালাই

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের যুগীপাড়ার মোড় হতে মাঝাপাড়ার যাওয়ার রাস্তাটির কাজ গত ৭ দিন আগেই শেষ করা হয়। শুরু থেকেই রাস্তাটি তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্মাণের ৭ দিনের মধ্যেই এই রাস্তার পিচ ঢালাইয় উঠে যাচ্ছে। 

জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের যুগীপাড়ার মোড় হতে মাঝাপাড়ার যাওয়ার ৫১৫ মিটার রাস্তা পাকাকরণে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ টাকা। আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঠিকাদার হিসেবে এই রাস্তাটির কাজ করেছেন আক্কাস আলী। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাকা রাস্তা নির্মাণে কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন ঠিকাদার। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ঠিকাদারকে জানালেও তিনি তাঁদের অভিযোগে গুরুত্ব না দিয়ে তাড়াহুড়ো করে কাজ শেষ করেন। কিন্তু কাজ শেষ হওয়ার অল্পদিনের মধ্যেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। 

স্থানীয় বাসিন্দা বিনদ রায় বলেন, পিচ ঢালাইয়ের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এলাকার মানুষজন মিলে ঠিকাদারকে বারবার বলা পরেও কোন সাড়া দেয় নাই। 

এ ব্যাপারে ঠিকাদার আক্কাস আলীকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পিচ উঠে যাওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, বর্ষাকালে রাস্তার পিচের কাজ করার বিষয়ে নিষেধ করা সত্ত্বেও ঠিকাদার জোর পূর্বক রাস্তাটির কাজ করেন। পুনরায় রাস্তা সংস্কার না করা পর্যন্ত কাজের বিল প্রদান করা হবে না বলে জানান তিনি। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ