হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বাস উল্টে আহত ২৯

জয়পুরহাট প্রতিনিধি

ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে ২৯ যাত্রী আহত হয়েছেন। জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় পাঁচবিবি-জয়পুরহাট সড়কে আজ শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে ২১ জনের পরিচয় পাওয়া গেছে। 

তাঁরা হলেন রফিকুল ইসলাম (৫০), চাঁন মিয়া (৪০), পয়কাম আলী (৩৫), রিপন (৩২), রমজান আলী (৩০), আবু হানিফা (৩০), বাকের আলী (২৮), ইশতিয়াক (২২), মাহাবুল (২৩), জিসান (১৮), রিয়া (১৫), করকনি (১৫), মৌসুমী (২৪), লিজা (১৮), শাপলা (২৩), মারুফা (৩০), আশা মনি (২৩), মাসুদা (৩২), শিউলি (২০), ফাতেমা (২০) এবং হাজেরা বেগম (২৩)। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত আনাস এন্টারপ্রাইজের বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই উল্টে যায়। দুর্ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। ঘটনার পর বাসের বিভিন্ন জায়গা কেটে যাত্রীদের বাইরে বের করতে হয়েছে। দুর্ঘটনার পর থেকেই বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তবে আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মো. শওকত আলী জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর  আহতদের উদ্ধার করি। এরপর দ্রুত তাঁদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়া হয়।’

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শহীদ হোসেন শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখনো কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের বড় ধরনের সমস্যা নেই।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত