রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুছ সবুর আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুছ সবুর আকন্দ উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুরা এলাকার মৃত মশির উদ্দিন আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান আব্দুছ সবুর আকন্দ। গতকাল রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পীরগাছা থানার পুলিশ।
পীরগাছা থানার (ওসি) নুরে আলম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পীরগাছা থানায় গত ৭ এপ্রিল দায়ের করা মামলায় আব্দুছ সবুর আকন্দকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।