হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে দিল বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ ব্যক্তিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

ঠেলে দেওয়া ২০ ব্যক্তির মধ্যে ১১ জন নারী, ৭ শিশু ও ২ জন পুরুষ। বিজিবি তাদের আটক করে আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার পর পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা ৭ নারী ও ৪ শিশুকে বাংলাদেশে ঠেলে দেন। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করে।

অপর দিকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত দিয়ে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ৩ শিশু, ৪ নারী ও ২ পুরুষকে ঠেলে দেন। এ ঘটনা টের পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তর থেকে ঠেলে দেওয়া ব্যক্তিদের আটক করেন।

আটক ব্যক্তিরা জানান, এক মাস ধরে ভারতের গুজরাটের জেলহাজতে রাখার পর তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ২০ নারী, শিশু ও পুরুষকে আটক করে বিজিবি থানায় দিয়েছে। তাদের নাগরিকত্ব যাচাই করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড