হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে দিল বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ ব্যক্তিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

ঠেলে দেওয়া ২০ ব্যক্তির মধ্যে ১১ জন নারী, ৭ শিশু ও ২ জন পুরুষ। বিজিবি তাদের আটক করে আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার পর পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা ৭ নারী ও ৪ শিশুকে বাংলাদেশে ঠেলে দেন। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করে।

অপর দিকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত দিয়ে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ৩ শিশু, ৪ নারী ও ২ পুরুষকে ঠেলে দেন। এ ঘটনা টের পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তর থেকে ঠেলে দেওয়া ব্যক্তিদের আটক করেন।

আটক ব্যক্তিরা জানান, এক মাস ধরে ভারতের গুজরাটের জেলহাজতে রাখার পর তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ২০ নারী, শিশু ও পুরুষকে আটক করে বিজিবি থানায় দিয়েছে। তাদের নাগরিকত্ব যাচাই করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার