হোম > সারা দেশ > কুড়িগ্রাম

‘রাজু স্যার ভয় দেখিয়ে আমাকে দুদিন ধর্ষণ করেছেন’

কুড়িগ্রাম প্রতিনিধি

‘রাজু স্যার ভয় দেখিয়ে আমাকে দুদিন ধর্ষণ করেছেন। তাঁর কাছে ধর্ষণের ভিডিও আছে বলে ভয় দেখিয়ে এ কথা কাউকে জানাতে নিষেধ করেছেন তিনি।’ কথাগুলো কুড়িগ্রামের এক এসএসসি পরীক্ষার্থীর। উলিপুর উপজেলার একটি বিদ্যালয়ের লাইব্রেরিয়ানের (৪২) বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। তিনি ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন।

ওই ছাত্রীর বাবা আজ মঙ্গলবার দুপুরে রাজারহাট থানায় অভিযোগ নিয়ে গেলেও ভুক্তভোগী হাজির না হওয়ায় পুলিশ মামলা নেয়নি। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক।

তার বাবার অভিযোগ, ওই শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে পাঁচ-ছয় মাস আগে তিনি ওই ছাত্রীকে ‘ধর্ষণ’ করেন। এরপর ওই ছাত্রী প্রাইভেটে যাওয়া বন্ধ করে দেয়। তারপর ধর্ষণের ভিডিও ও ছবি প্রকাশের হুমকি দেওয়া হয় তাদেরকে। ৩ মে রাতে ওই ছাত্রীকে ভয় দেখিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে আবারও ধর্ষণ করেন ওই শিক্ষক।

ওই ছাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু স্যার ভয় দেখিয়ে আমাকে দুদিন ধর্ষণ করেছেন। তাঁর কাছে ধর্ষণের ভিডিও আছে বলে ভয় দেখিয়ে এ কথা কাউকে জানাতে নিষেধ করেছেন তিনি।’

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। তাঁর দাবি, প্রেমে বাধা দেওয়ায় স্থানীয় এক যুবক তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি ৩ মে রাতে ওই ছাত্রীর বাড়িতে পড়ানোর জন্য গিয়েছিলাম। ওই সময় তার মা উপস্থিত ছিলেন। ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন। ওই ছাত্রীর পরিবারকে প্রলোভন দেখিয়ে বানোয়াট অভিযোগ করা হচ্ছে। তাঁরা কোনো প্রমাণ দিতে পারলে আমি যেকোনো শাস্তি মেনে নেব।’

ধর্ষণের মামলা না নেওয়ার কথা স্বীকার করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীকে সঙ্গে না আনায় মামলা নেওয়া হয়নি। ধর্ষণসংক্রান্ত অভিযোগ হওয়ায় ভুক্তভোগীকে থানায় আনতে বলেছি। তাঁকে জিজ্ঞাসা করে জানতে হবে ঘটনা কী, সে মোতাবেক ব্যবস্থা নিতে হবে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা