হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে জান্নাতি (৫) নামে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের রলাকাটার চর সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নিখোঁজের পর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে আজ রোববার বিকেল পর্যন্ত খোঁজ মেলেনি জান্নাতির।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ জান্নাতি রলাকাটা চরের জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গ্রামের অন্য শিশুদের সঙ্গে জান্নাতি শনিবার দুপুরেও বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। নদে খেলাচ্ছলে গোসল করতে করতে হঠাৎ সে বেশি পানিতে গেলে ডুবে যায়। বিষয়টি অন্য শিশুসহ স্থানীয়দের নজরে আসলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরুর পাশাপাশি কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে পৌঁছে রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও জান্নাতিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকে শিশু জান্নাতির পরিবারের লোকজন নৌকা ও জাল দিয়ে উদ্ধার তৎপরতা চালালেও বিকেল পর্যন্ত জান্নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।

চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, শিশুটি গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। তবে রোববার বিকেল পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ