হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে নির্বাচনী সহিংসতায় পুলিশের ছোড়া বুলেটে আহত ৪ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ফেডারেশন সেন্টারে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-আলতাফ (৫০), আজিজুল হক (৪৫), রাফি (৩৫) ও শামসুল ইসলাম (৪৯)। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় একজনের চোখে এবং কয়েকজনের পায়ে বুলেট লাগে। 

ভূরুঙ্গামারী হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, জরুরি বিভাগে ৮ ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজন চোখে আঘাত নিয়ে এসেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনের পায়ে ক্ষত রয়েছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 
 
বুলেট ছোড়ার বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ