দিনাজপুরের ফুলবাড়ীতে বালতির পানিতে ডুবে মাগফিরাতুন জান্নাত নামের ১৫ মাস বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে এই ঘটনা ঘটে।
মাগফিরাতুন জান্নাত শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের মঞ্জুরুল ইসলাম ও লাভলী আরা দম্পতির একমাত্র সন্তান।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের লোকজনের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আশ্রাফুল জানান, মনজুরুল ও তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে ১৫ মাস বয়সী মেয়ে জান্নাতকে বাড়ির বারান্দায় রেখে নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাঁদের অগোচরে বারান্দায় রাখা বড় আকারের বালতিতে জান্নাত উপুড় হয়ে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার মা-বাবা এসে দেখেন সে বালতির পানিতে ডুবে আছে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।