হোম > সারা দেশ > গাইবান্ধা

জমি নিয়ে বিরোধের জেরে যুবক নিহত, গ্রেপ্তার ১

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গত ৮ জানুয়ারি দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামে হামলার এ ঘটনা ঘটে। 

নিহত নুর আলম মিয়া (২২) উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের হাফিজার রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে, গত ৮ জানুয়ারি দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন নুর আলম মিয়া। 

স্থানীয়রা নুর আলমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকেরা। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে নুর আলম মিয়া মারা যান। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। 

ইতিমধ্যে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছেন বলে জানান ওসি।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু