হোম > সারা দেশ > রংপুর

আলুচাষিদের আন্দোলনের মুখে হিমাগারের ভাড়া পুনর্বহাল

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার দুপুরে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ কর্মসূচি পালনের পর আগের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিমাগারমালিকেরা। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কৃষক, ব্যবসায়ী, হিমাগারমালিক, প্রশাসনসহ সব পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত থাকা সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে আলু ফেলে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। পরে পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সমস্যা নিরসনে বুধবার জেলা প্রশাসন কার্যালয়ে সব পক্ষকে নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

আলুচাষি আব্দুস সালাম ও কাজল বলেন, ‘গত বছর আলুর বস্তাপ্রতি হিমাগারভাড়া ছিল ৩৫০ টাকা। কিন্তু এ বছর অন্যায্যভাবে কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এতে করে কৃষক ও ব্যবসায়ীদের লোকসানের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা কৃষকেরা আগের ভাড়া বহালের দাবি জানিয়ে আসছিলাম। আজ বৈঠকে সেই সিদ্ধান্ত হয়েছে। এ জন্য প্রশাসনসহ হিমাগারমালিকদের ধন্যবাদ।’

ইউএনও সাঈদা পারভীন বলেন, জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈঠকে আলুচাষি, ব্যবসায়ী, হিমাগারমালিক, প্রশাসন, কৃষি বিপণন বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলুচাষিদের দাবি মেনে নেন হিমাগারমালিকেরা। আলোচনায় সর্বসম্মতিক্রমে হিমাগারের আগের ভাড়া আলুর বস্তাপ্রতি ৩৫০ টাকা বহাল রাখার সিদ্ধান্ত হয়।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ