হোম > সারা দেশ > রংপুর

আলুচাষিদের আন্দোলনের মুখে হিমাগারের ভাড়া পুনর্বহাল

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার দুপুরে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ কর্মসূচি পালনের পর আগের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিমাগারমালিকেরা। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কৃষক, ব্যবসায়ী, হিমাগারমালিক, প্রশাসনসহ সব পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত থাকা সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে আলু ফেলে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। পরে পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সমস্যা নিরসনে বুধবার জেলা প্রশাসন কার্যালয়ে সব পক্ষকে নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

আলুচাষি আব্দুস সালাম ও কাজল বলেন, ‘গত বছর আলুর বস্তাপ্রতি হিমাগারভাড়া ছিল ৩৫০ টাকা। কিন্তু এ বছর অন্যায্যভাবে কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এতে করে কৃষক ও ব্যবসায়ীদের লোকসানের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা কৃষকেরা আগের ভাড়া বহালের দাবি জানিয়ে আসছিলাম। আজ বৈঠকে সেই সিদ্ধান্ত হয়েছে। এ জন্য প্রশাসনসহ হিমাগারমালিকদের ধন্যবাদ।’

ইউএনও সাঈদা পারভীন বলেন, জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈঠকে আলুচাষি, ব্যবসায়ী, হিমাগারমালিক, প্রশাসন, কৃষি বিপণন বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলুচাষিদের দাবি মেনে নেন হিমাগারমালিকেরা। আলোচনায় সর্বসম্মতিক্রমে হিমাগারের আগের ভাড়া আলুর বস্তাপ্রতি ৩৫০ টাকা বহাল রাখার সিদ্ধান্ত হয়।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল