লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে বজ্রপাতে রসুল মিয়া রাসেল (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাসেল বুমকা গ্রামের জোবেদ আলী ছেলে।
রাসেলের পরিবার জানায়, গতকাল রোববার সকালে রাসেল ঘর থেকে বের হয়। এ সময় রাসেল টিউবওয়েলে পানি নিতে গেলে পাড়ে যান। হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব বজ্রপাতে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।