হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় ১২০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো মেরামত করে দেওয়া হচ্ছে। আজ সকালে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার তিন দিন পর কিছুটা স্বস্তি ফিরেছে। তিনটি পরিবার ছাড়া সবাই ফিরেছে ঘরে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্যসহায়তা হিসেবে চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচগুঁড়া, হলুদগুঁড়া ও ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে।

এদিকে হামলা ও ভাঙচুরের শিকার এক ভুক্তভোগী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি মামলা করেছেন। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বাদীর নিরাপত্তার স্বার্থে তাঁর নাম জানাননি তিনি।

এর আগে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘এখানকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। শুধু তিনটি পরিবার ছাড়া সবাই এখন তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’

ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের করার জন্য ১৫ বান্ডিল টিন এবং খাদ্যসহায়তা হিসেবে ৩০ বস্তায় শুকনো খাবার, ২০ মাটির চুলা ও চারটি টিউবওয়েল সংস্কার করে দেওয়া হচ্ছে। ঘরবাড়িগুলো মেরামত করতে যা কিছু লাগবে, তা আমরা প্রশাসনের পক্ষ থেকে বহন করব।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড