হোম > সারা দেশ > রংপুর

পরীক্ষায় খারাপ করায় অভিমান করে ঘরছাড়া, ১২ দিন পর উদ্ধার 

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দুই শিক্ষার্থী আদহাম আলী সামি ও আলভী বিন আব্দুল্লাহ। পুলিশ বলছে, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় তারা অভিমান করে বাসা ছেড়ে চলে যায়। তবে বিষয়টি কাউকে বুঝতে দেয়নি তারা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ডিবি অ্যান্ড মিডিয়া কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আরপিএমপির অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন জানান, আলভী স্কুলে মিডটার্ম পরীক্ষায় কয়েকটি বিষয়ে অকৃতকার্য ও সামি কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারায় নিজেদের ওপর অভিমান করেন। পরে কাউকে না জানিয়ে বাসা ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেয় ওই দুজন। এ কারণে দুই বন্ধু গত ৩১ জুলাই কাউকে না জানিয়ে বাসা থেকে চলে যায় এবং যাওয়ার সময় ফোনের সবকিছু ডিলিট করে ফেলে। 

মো. আবু মারুফ হোসেন বলেন, ‘গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে তারা বাসা থেকে বের হয়ে প্রথমে লালমনিরহাটে যায়। পরে সেখান থেকে ১ আগস্ট ট্রেনযোগে ঢাকায় যায়। নিখোঁজের একদিন পর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন আলভী ও সামির পরিবার। এরপর তদন্ত শুরু করে পুলিশ। নিখোঁজ দুই শিক্ষার্থী কোনো প্রকার যোগাযোগমাধ্যম ব্যবহার না করায় তদন্তে বেগ পেতে হয়। পরে রাজধানীর খিলক্ষেতে তাদের অবস্থান শনাক্ত করা হয়।’ 

উপ-পুলিশ কমিশনার আরও জানান, ‘মন খারাপ থাকায় গত বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল দশটার দিকে সামি তার মা আছমা বেগমকে অপরিচিত একটি ফোন নম্বর থেকে কল করে। সঙ্গে সঙ্গে এই তথ্য থানায় জানানো হলে ফোন ট্র্যাক করে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ। তারা রাজধানীর খিলক্ষেতের ব্যাপারীপাড়ার আল-আমিন ছাত্রাবাসে রুম ভাড়া নিয়ে আত্মগোপন করে ছিল। পরে সেখান থেকেই তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’ 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড