হোম > সারা দেশ > দিনাজপুর

‘মাত্র দুই বছরেই আজকের পত্রিকা পাঠকের মন জয় করেছে’

দিনাজপুর প্রতিনিধি

‘মাত্র দুই বছরেই আজকের পত্রিকা পাঠকের মন জয় করেছে। মানুষের দুঃখ-দুর্দশার কথা যেমন তুলে ধরেছে, তেমনি হাসি-আনন্দের কথা, ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরছে। আজকের পত্রিকায় প্রকাশিত রাজনৈতিক প্রতিবেদনগুলো মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতেও আগামী দিনে সহায়তা করবে।’

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তারা এমন কথা বলেন।
 
আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি দেলওয়ার হোসেন।

বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সিনিয়র তথ্য কর্মকর্তা রুস্তম আলী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের  সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুবেল হোসেন, কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ, প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু, কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলন, এডাবের জেলা সভাপতি মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপ্ত টিভির প্রতিনিধি সুলতান মাহমুদ।
 
বক্তারা বলেন, সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়। আজকের পত্রিকা খুব কম সময়ের মধ্যে সমাজের খাঁটি প্রতিবিম্ব হিসেবে সারা দেশে শক্তিশালী ভিত তৈরি করতে সমর্থ হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ