হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তান্ত্রিক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের মামলায় প্রকাশ বর্মণ নামের কথিত এক তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ঢোলারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে প্রকাশ বর্মণকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়। 

ওসি চিত্তরঞ্জন রায় আজকের পত্রিকাকে বলেন, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢোলারহাট এলাকা থেকে প্রকাশ বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁকে আদালতে তোলা হলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার বাকি চার পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 
 
এ মামলার তান্ত্রিক প্রকাশ বর্মণ ছাড়াও অন্য চার আসামি হলেন রেলগেট কিপার শামিম ইসলাম, মেজর, এনামুল হক, উজ্জ্বল দাস। 

প্রসঙ্গত উল্লেখ্য, ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ বর্মণ। সেখানে তাঁকে পরিকল্পিতভাবে রাতভর শারীরিক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তিরা ৷ এরপর তাঁকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চান তাঁরা ৷ একপর্যায়ে মামলা না করার জন্য নানা রকম ভয়ভীতি দেখানো হয় ৷ ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ১৪ মার্চ ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে এই মামলা করেন। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ