হোম > সারা দেশ > গাইবান্ধা

পুতুলকে নিয়ে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার সেই যুবক রিমান্ডে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুবক রুমন সরকার রনিকে (২১) দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস এ আদেশ দেন।

এর আগে গত ২৯ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারেকুল তৌফিক মামলা সুষ্ঠু তদন্তের জন্য ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

রুমন সরকার রনি উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। 

বুধবার দুপুর ২টার দিকে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এর আগে গত ২৫ জুন রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল পরের দিন রোববার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ / ৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার দিনেই সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ পৌর বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।’ 

আসামিকে অন্য থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এম এ আজিজ। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ