হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার পরদিনই ২ ইটভাটা ফের চালু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করার পরদিনই আবার চালু করা হয়েছে।

গত বৃহস্পতিবার ভাটা দুটিকে দেড় লাখ টাকা করে জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু গতকাল শুক্রবার থেকে আবারও চালু করা হয়েছে। 

আজ শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, পাশাপাশি অবস্থিত ভাটা দুটির চুল্লি থেকে ধোঁয়া বের হচ্ছে। ভাটার শ্রমিকেরা কাজ করছেন। পাশেই মানুষের জটলা। স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ভাটা দুটি চালু করা হয়।

ভাটা চালুর বিষয়ে জানতে চাইলে পাল্টা প্রশ্ন করে এসএবি ব্রিক্সের মালিক আব্দুল বলেন, ‘প্রশাসন বন্ধ করার পর ভাটা আবারও চালু করেছি। এতে আপনার সমস্যা কোথায়?’ 

অপর ভাটা এমএবি ব্রিক্সের মালিক আইনুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে উপজেলার রাতোর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় স্থানীয় আইনুল হকের এমএবি ব্রিক্স এবং আব্দুল আজিজের মালিকানাধীন এসএবি ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, ভাটায় খড়ি পোড়ানোসহ বিদ্যালয়ের পাশে ইটভাটা স্থাপন করার অপরাধে অর্থদণ্ডসহ ভাটা দুটির সব কার্যক্রম বন্ধ করা হয়।’

দুই ইটভাটাকে দেড় লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি ভাটা দুটির আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড়ের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ও রাণীশংকৈল থানার পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। 

বন্ধ করার পরও আবার ইটভাটা চালুর বিষয়ে জানতে চাইলে ইন্দ্রজিত সাহা শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু নির্দেশনা অমান্য করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস